ব্রেকিং নিউজ
【আমাদের লক্ষ্য】

বিশ্ব জয়ের স্বপ্ন যাদের,আমরা আছি তাদের পাশে।
আমাদের লক্ষ্য, এমন একদল সমাজ সচেতন আলেমে দ্বীনি তৈরী করা, যারা ইলমে দ্বীনের পাশাপাশি বিষয় ভিত্তিক জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা রাখবে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে পান্ডিত্ব অর্জনে ধর্মীয় পরিমণ্ডলসহ কর্মের বিস্তৃৃত অঙ্গনে যোগ্যতার সাথে ভূমিকা পালন করে দেশ ও বিশ্ববাসীর কল্যানে কাজ করবে এবং দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করবে।